উইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৮, ১৬:২৬

আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের মাটিতে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এবারের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনোনয়ন ফরম কিনেছেন। সবকিছু ঠিক থাকলে তিনি নির্বাচনে অংশ নিবেন। যার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফির খেলার সম্ভাবনা খব কম বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আসন্ন সিরিজে খেলার সম্ভাবনা কম হলেও বিশ্বকাপে বাংলাদেশকে মাশরাফি নেতৃত্ব দেবেন বলে জানিয়ে রাখলেন বিসিবি প্রধান।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফির দলে থাকা প্রসঙ্গে পাপন বলেন, ‘এটি তো আসলে কঠিন একটি প্রশ্ন। তবে যতদূর জানি তাঁকে বিশ্বকাপে পাওয়া যাবে। নির্বাচন সংক্রান্ত ইস্যু নিয়ে ও কবে কী প্রোগ্রাম করবে এ বিষয়ে আমরা এখনো জানি না। তবে আজ ওর সাথে আমার দেখা হতে পারে। তখন আসলে জানতে পারব। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে বলে আমার ধারণা। ও যদি একদিনের জন্যও খালি থাকে তাহলে অবশ্যই খেলবে। কারণ তাঁর কাছে এখনো খেলাটা প্রাধান্য পায় বলে আমি মনে করি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির খেলার সম্ভাবনা কম হলেও বিশ্বকাপে তার অধীনেই বাংলাদেশ খেলবে বলে জানালেন পাপন। ২০১৯ বিশ্বকাপে মাশরাফির খেলা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘মাশরাফি বিশ্বকাপে খেলবে। কারণ সে আমাদের কাছে খেলোয়াড়ের চেয়ে অধিনায়ক হিসাবে অনেক বড়।’

মাশরাফি নির্বাচনে আসার কারণে খেলা আর রাজনীতির মাঝে কোনো দ্বন্দ্ব সৃস্টি হবে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এটা আমি ঠিক মনে করি না। যেমন ধরেন সাকিবও নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু সাকিব আরো ৪-৫ বছর খেলবে বলে আমরা মনে করি। তাই সাকিবের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সাকিব এখন খেলুক। কিন্তু মাশরাফির তো আগামী বিশ্বকাপ খেলে অবসর নেয়ার সম্ভাবনা আছে। তাই তার আগে আরেকটি কাজের সাথে সম্পৃক্ত হলে মন্দ কী।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হবে আগামী ২২ নভেম্বর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর। জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর। নির্বাচনের পরপরই আগামী ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। বিপিএল শেষে ফেব্রুয়ারিতে টাইগারদের নিউজিল্যান্ড সফর রয়েছে। বিসিবি সভাপতি মাশরাফির ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশ নেয়ার ব্যাপারে কথা বললেও বিপিএল ও নিউজিল্যান্ড সফর নিয়ে কোনো কথা বলেননি।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :