আমরা দেখিয়েছি বিদেশে কী করতে পারি: মাসাকাদজা

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ১৮:২১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

এবারের বাংলাদেশ সফরটা নিশ্চয়ই অনেকদিন মনে রাখবে জিম্বাবুয়ে। কারণ এবারের সফরে ওয়ানডেতে না পারলেও টেস্টে ভালো করেছে তারা। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজটি তারা ১-১ ড্র করেছে। প্রথম ম্যাচে তারা ১৫১ রানে জয় পায় এবং দ্বিতীয় ম্যাচে ২১৮ রানে হারে। দ্বিতীয় ম্যাচে হারলেও শেষ দিন পর্যন্ত লড়াই করেছে জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার শেষ হয়েছে টেস্ট সিরিজ। টেস্ট সিরিজে অনেক প্রাপ্তি আছে অতিথিদের। ক্রিকেটারদের ছন্দময় পারফরম্যান্সে দীর্ঘ ১৭ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে। যার জন্য এই সিরিজকে নিজেদের শিক্ষা হিসাবে মানছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা।

ম্যাচ শেষে দলের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা বলেন, ‘আমার মনে হয়, দুটি টেস্টেই আমরা যেভাবে খেলেছি সেটা আমাদের জন্য বড় ব্যাপার। আমরা বুঝেছি, দল হিসাবে কী করতে পারি? এটা ভবিষ্যতে আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে এবং এটা আমাদের জন্য বড় শিক্ষাও। আমরা দেখিয়েছি বিদেশে কী করতে পারি।’

পুরো বাংলাদেশ সফরে সবচেয়ে ভালো ছন্দে ছিলেন জিম্বাবুয়ের তারকা ব্রেন্ডন টেইলর। ওয়ানডে থেকে শুরু করে টেস্টেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন এই ব্যাটসম্যান। তার প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘এই সফরে টেইলরের কথা আলাদাভাবে বলতে হবে। কারণ সে বিশ্বমানের খেলোয়াড়দের মতো পারফর্ম করেছে। সব পরিস্থিতিতে ব্যাট করেছে।  সত্যিই তার পারফরম্যান্সে আমরা খুশি।’

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এইচএ)