চোখ হারানো ১৭ জনকে দিতে হবে আরও ৮৫ লাখ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:১৭ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৮, ২০:১৫

চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষুশিবিরে চোখ হারানো ১৭ জনকে আরও পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সব মিলিয়ে দিতে হবে ৮৫ লাখ টাকা। এই টাকা দিতে হবে ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান আইরিশ এন্টারপ্রাইজকে।

গত ২১ অক্টোবর হাইকোর্ট চোখ হারানো ১৭ জনকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছিল। এর মধ্যে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে ইম্প্যাক্ট এবং বাকি পাঁচ লাখ টাকা চক্ষুশিবিরে অস্ত্রোপচারে অনুমোদনহীন ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান আইরিশ এন্টারপ্রাইজকে দিতে বলা হয়েছিল।

ইম্প্যাক্ট মোট ২০ জনকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে এরই মধ্যে। তবে আইরিশ টাকা না দিয়ে উচ্চ আদালতে আবেদন করেছিল। তবে বৃহস্পতিবার সেই আবেদনে কোনো আদেশ দেয়নি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সাত সদস্যের আপিল বিভাগ। ফলে আইরিশকে টাকা দিতেই হচ্ছে।

গত ২৯ মার্চ ‘চক্ষুশিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত রিট করেন

ঢাকাটাইমস/১৫ নভেম্বর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :