নবদম্পতির বিয়ের ছবি নিলামে উঠছে

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১০:১৬ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৮, ১০:১২
বৃহস্পতিবার রাতে এই ছবি নিজেরাই প্রকাশ করেন নবদম্পতি দীপিকা-রণবীর

ঘোষণা দিয়ে কয়েকদিন আগেই বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন ও ক্যামেরা নিষিদ্ধ করেছিলেন বলিউডের তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কিন্তু এর সঠিক কোনো কারণ তারা সে সময় প্রকাশ করেননি। অবশেষে প্রকাশ পেল সেই কারণ। মহৎ একটি উদ্দেশ্য নিয়েই তারা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে বিভিন্ন খবরে প্রকাশ পেয়েছে।

কিন্তু কী সেই মহৎ উদ্দেশ্য? ঘটনা হচ্ছে, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’নামে একটি দাতব্য সংস্থা রয়েছে। এটি তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থার কাজ হচ্ছে মানসিক অবসাদ থেকে মানুষকে বাইরে বের করে আনা। গ্রামেগঞ্জে গিয়ে সংস্থাটি বহু মানুষের পাশে দাঁড়িয়েছে।

কাজেই নবদম্পতির ইচ্ছা, বিয়ের ছবিগুলো তারা নিলামে তুলবেন। তা থেকে যা আয় হবে, সেটা তারা ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’-এ দান করবেন। কেননা, একটা সময় অভিনেত্রী দীপিকা নিজেও নাকি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। তিনি মনে করেন, এটা লজ্জার কোনো বিষয় নয়। বরং আর পাঁচটা রোগের মত মানসিক অবসাদও একটা রোগ।

ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর, দীপিকা ও রণবীরের বিয়ের আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানস্থলে ঢোকার পথে মোবাইল ফোনের ক্যামেরার ওপর স্টিকার লাগিয়ে দেয়া হয়েছিল। তাই বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি বা ভিডিও কেউ তুলতে পারেননি। তাদের বিয়ের বিশেষ মুহূর্তগুলো ফ্রেমে বন্দি ও ভিডিও করার জন্য ছিলেন পেশাদার ফটোগ্রাফার।

দীপিকা-রণবীরের বিয়ে হয়েছে দুইবার। বুধবার ইতালির কোমো লেকের ধারে ‘ভিলা দেল বালবিয়ানেলো’ নামে রাজকীয় এক প্রাসাদে কোঙ্কনি প্রথায় প্রথম বিয়ে করেন তারা। বৃহস্পতিবার সিন্ধ্রি রীতি মেনে আবার বিয়ে হয় তাদের। দুই বিয়েতে শুধু পরিবারের লোকজন, আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

কাজেই দুদিন আগেও যারা শুধু প্রেমিক-প্রেমিকা হিসেব সুপরিচিত ছিলেন, এখন তারা আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী। এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা যেহেতু শেষ, নিয়মমাফিক তাই সামনের সপ্তাহেই দবদম্পতি দেশে ফিরবেন। কেননা ২১ নভেম্বর বেঙ্গালুরুতে এবং ২৮ নভেম্বর মুম্বাইয়ে তাদের রিসেপশনের আয়োজন রয়েছে। সেখানে দুই বলিউড তারকার সহকর্মীরা উপস্থিত থাকবেন।

ঢাকা টাইমস/১৬ নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :