১০ তলা থেকে পড়েও বেঁচে গেলেন যুবক

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ১০:৪৭ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১১:১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে বেঁচে গেছেন রিয়াজ নামে এক যুবক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক নাজমুল্লাহ ঢাকা টাইমসকে বলেন, ‘আহত রিয়াজের বাড়ি বরিশালের মুলাদি থানায়। তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ফকিরাপুলের খান ম্যানশনের ছাদে নিয়ে তার সহকর্মীরা জিজ্ঞাসাবাদ করার সময় পাশের বাড়ির টিনের চালার উপরে তিনি লাফিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি আরও বলেন, ‘খান ম্যানশনের ১০ তলায় অপটিক্যাল ডটকম নামের একটি ইন্টারনেট কোম্পানির অফিস। সেখানে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন রিয়াজ। তিন-চার দিন আগে কোম্পানিতে একটি নেটওয়ার্কের মেশিন চুরি হয়। এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে মতিঝিল থানায় অভিযোগ করা হয়।’

‘বৃহস্পতিবার রাতে অপটিক্যাল কোম্পানির কর্মীরা রিয়াজকে ধরে থানায় খবর দেন। পুলিশ তাকে থানায় নিয়ে যেতে বললে তারা থানায় না নিয়ে রিয়াজকে খান ম্যানশনের ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আত্মরক্ষার্থে রিয়াজ ছাদ থেকে লাফিয়ে পড়েন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, ‘বর্তমানে রিয়াজের শারীরিক অবস্থা ভালো। তিনি  রাতে কথা বলেছেন।  এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অপটিক্যাল ডটকম কোম্পানির চার কর্মীকে আটক করা হয়েছে।  রিয়াজের কাছ থেকে পুরো ঘটনা জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এএ/ওআর