ইবিতে .২৫ নম্বর পেয়েও মেধা তালিকায়

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৮, ১২:১৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাপলে ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলেছেন ভর্তিচ্ছুরা।

শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার বিকালে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হলে ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে।

গত ৪ নভেম্বর বিশ্ব¦বিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২২০ জন ভর্তিচ্ছু আবেদন করে। তাদের মধ্যে ১৮ হাজার ৮১১শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফলে দেখা যায়, প্রথম শিফটে ০০৬৭৪ রোল নম্বরধারী শিক্ষার্থী বাংলায় ০.২৫ পেয়েও ৩০৮তম মেধাতালিকায় স্থান পেয়েছে। একই শিফটে ০০৬৬৯ রোল নম্বরধারী শিক্ষার্থী সাধারণ জ্ঞান বিষয়ে ১.৫ নম্বর পেয়ে ৭৯তম মেধাক্রমে স্থান পেয়েছে।

এছাড়াও দ্বিতীয় শিফটে ০৯২৭০ রোল নম্বরধারী শিক্ষার্থীর ইংরেজিতে ১ নম্বর পেয়েও ২৫৮তম মেধাতালিকায় স্থান পেয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

একাধিক শিক্ষার্থী জানায়, শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীন কাজ শিক্ষার্থীদের বিভ্রান্তিতে ফেলেছে। ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ওএমআর শিটে অসঙ্গতি, ‘বি’ ইউনিটের ফলে অসঙ্গতি দেখা যাচ্ছে।

এ ব্যাপারে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, ‘যারা লিখিত পরীক্ষায় বেশি পেয়েছে তাদেরকে মেধাক্রমে প্রথম দিকে রাখা হয়েছে।’

এ বছর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বহুনির্বাচনী পরীক্ষার সাথে লিখিত পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। পরীক্ষায় মোট ১২০ নম্বর নির্ধারিত করা হয়। এতে ২০ নম্বরের লিখিত এবং ৬০ নম্বরের বহুনির্বাচনী অংশ রাখা হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর (২০+২০)=৪০ নম্বর নির্ধারণ করা হয়।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :