রাজশাহীতে বাস উল্টে নিহত ২

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৮, ১৫:৩৮

রাজশাহীর পবা উপজেলায় একটি বাস উল্টে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হন আরও ১০ যাত্রী। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হরিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্ঘটনাকবলিত বাস দেশ ট্রাভেলসের সুপারভাইজার আব্দুল হালিম ও যাত্রী শওকত আলী। শওকত ঘটনাস্থলে এবং হালিম রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হালিম রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকার আফসার আলীর ছেলে। আর শওকত চাঁপাইনবাবগঞ্জ সদরের হরিপুর এলাকার শুকুর উদ্দিনের ছেলে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। বাসটি হরিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :