মেয়েকে হত্যার দুইদিন পর স্ত্রীকে হত্যা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৮, ১৫:৫৬

চাঁদপুরের ছয় বছর বয়সী মেয়ে হত্যার দুইদিন পর শিশুটির বাকপ্রতিবন্ধী মায়ের লাশ বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড়হলদিয়া গ্রামের বাঁশঝাড়ে থেকে মা বাকপ্রতিবন্ধী গৃহবধূ হেলেনা বেগমের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী রাসেল পলাতক রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে।

নিহতের স্বজনরা জানায়, এখলাছপুর গ্রামের কামাল হোসেন প্রধান দুলালের মেয়ে বাকপ্রতিবন্ধী হেলেনা বেগমের সাথে আট বছর আগে কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের নূর মোহাম্মদের ছেলে রাসেলের বিয়ে হয়। তাদের আরিচা মরিয়ম নামে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান ছিল। দুইদিন আগে তাকে হত্যা করা হয়।

হেলেনা বেগম রাসেলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে পারিবারিকভাবে বিবাহ বিচ্ছেদ হলে হেলেনাকে বিয়ে করেন রাসেল। হেলেনাকে বিয়ের পর ঢাকায় রাসেল আরও একটি বিয়ে করেন। তৃতীয় বিয়ের পর থেকেই তাদের সংসারে বিরোধ শুরু হয়।

অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে আরিচা মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করে বাবা রাসেল। হেলেনাকেও একাধিকবার স্বামী রাসেল হত্যা করার চেষ্টা করে। মেয়ে আরিচা মরিয়ম তা দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। মেয়ে হত্যার পর ওই রাত থেকে বাকপ্রতিবন্ধী হেলেনা বেগম নিখোঁজ ছিলেন।

এতে এলাকায় রাসেল জানায়, কন্যাকে হত্যা করে তার স্ত্রী হেলেনা পালিয়েছেন। তখন তড়িঘড়ি করে মেয়ে শিশুটির লাশ দাফন করা হয়। এর দুইদিন পর নিখোঁজ হেলেনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করল মতলব উত্তর থানা পুলিশ।

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘নিহত হেলেনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।’

ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :