শিশু বাঁচাতে প্রাণ দিলেন কৃষক

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ২১:৩৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ২১:৩৯

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

রাস্তা পারাপারের সময় নিশ্চিত দুর্ঘটনা থেকে একটি শিশুকে রক্ষা করেন কৃষক হোসেন ঢালী।কিন্তু যশোরগামী অ্যাম্বুলেন্সের ধাক্কা সামলাতে পারেননি তিনি। মারা যান ঘটনাস্থলেই।

শুক্রবার দুপুরে যশোরের শার্শা উপজেলার সাতমাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের ভাই জাহিদুল ঢালী জানান, সাতমাইল এলাকায় একটি শিশু রাস্তা পার হচ্ছিল। শিশুটিকে রক্ষা করতে তার ভাই হোসেন নিজে ছুটে যান। শিশুটি রক্ষা পেলেও দ্রুতগামী অ্যাম্বুলেন্স হোসেনকে পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সেখানকার হাবিব ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে বিকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ডা. রোহিতোষ দাস জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। 

নিহত হোসেন যশোরের শার্শা উপজেলার সাতমাইল এলাকার লুৎফর ঢালীর ছেলে।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক মেসবাউদ্দিন বলেন, এই মৃত্যুর ঘটনাই থানায় একটি জিডি হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে আছে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)