কোহলিকে ‘সংযত’ হতে বলল বিসিসিআই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৫:৩৮ | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ১৫:২৮

টুইটারে এক ভক্তকে উদ্দেশ্য করে ‘দেশ ছেড়ে যাও’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। তার এমন আচরণ মোটেও ভালো চোখে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কোহলিকে আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। জন্মদিনে নিজের নামে অ্যাপ চালু করেছিলেন কোহলি। যাতে ভক্তদের সঙ্গে যোগাযোগটা আরও সহজ হয়। কিন্তু সমস্যা বাঁধে তখেই, যখন এক সমালোচক ভক্ত টুইটে বলে বসেন, 'কোহলি ওভাররেটেড ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ে আমি বিশেষ কিছু দেখি না। তার চেয়ে বরং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটিং বেশি ভালো লাগে।'

সময়ের সেরা ব্যাটসম্যান নিজের নামে এমন মন্তব্য হজম করতে পারেননি। মেজাজ হারিয়ে তিনিও পাল্টা জবাব দিয়ে বসেন। কোহলি লিখেন, ‘আমার মনে হয় আপনার ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ। আপনি এই দেশে বাস করে অন্য দেশকে ভালোবাসবেন! আপনি আমাকে পছন্দ নাও করতে পারেন। তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় আপনার এই দেশ থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে থাকা উচিৎ। আপনি সবার আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন!’

কোহলির এই মন্তব্যই ঝামেলা বাঁধিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এটি ভাইরাল হয়ে যায়। তাকে নিয়ে ট্রল করতে থাকেন সমর্থকরা। নজর এড়ায়নি বিসিসিআইয়েরও। বোর্ডের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী, সর্বশেষ ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োজিত কমিটি অব এডমিনিস্ট্রেটর্স (সিওএ) কোহলিকে তার আচরণ নিয়ে সতর্ক করেছে।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :