নৌকা পাবে না যুক্তফ্রন্ট: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ১৭:৩০

আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হলেও যুক্তফ্রন্ট নৌকা প্রতীক পাবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, জোটের কোনো শরিক কোন প্রতীকে ভোট করবে-সেটি কমিশনে আগেই জানিয়ে দেয়া হয়েছে, ফলে নতুন করে জানানোর সুযোগ নেই।

শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগ নেতা।

জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলের মোকাবেলায় আওয়ামী লীগও এবার ২০০৮ সালের আদলে ফিরছে মহাজোটে। আর এবার জাতীয় পার্টির পাশাপাশি জোটে নেয়া সাবেক বিএনপি নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টকে। যদিও সাবেক রাষ্ট্রপতি কামাল হোসেনের সঙ্গে জোটে যাওয়া নিয়ে বেশ কয়েক মাস আলোচনা চালিয়েছেন।

এরই মধ্যে যুক্তফ্রন্ট এবং আওয়ামী লীগে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। তবে কী সমঝোতা কতদূর আগাল, তা নিয়ে মুখ খুলছে না কোনো পক্ষ।

২০০৮ এবং ২০১৪ সালের মতোই ১৪ দলের শরিক দলগুলো এবারও নৌকা প্রতীকে ভোট করবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে জাতীয় পার্টি ব্যবহার করবে তার প্রতীক লাঙ্গল। যুক্তফ্রন্ট তার প্রধান দল কূলা নাকি নৌকা ব্যবহার করবে- এই বিষয়টি নিয়ে আছে প্রশ্ন।

জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী প্রার্থীরা কে কোন প্রতীক নিয়ে নির্বাচনে আসবে সেটা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। এটা এখন আর জানাতে পারব না কাউকে নৌকা দিতে চাই।’

‘অসুবিধা তো নাই, জোট হলে যুক্তফ্রন্ট কুলামার্কা আর জাতীয় পার্টি লাঙ্গল মার্কায় করলে। যে মার্কায় করবে আমরাও সাপোর্ট (সমর্থন) দেব।’

লেভেল প্লেয়িং ফিল্ডে সরকারের করণীয় নেই

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি এখন পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর জানিয়ে কাদের বলেন, ‘এখানে সরকারের কিছু করার নেই।’

মনোনয়নপত্র জমা না পড়ায় এই মুহূর্তে লেভেল প্লেয়িং ফিল্ড কেন প্রয়োজন- এই প্রশ্নও তোলেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘এই প্রশ্ন আসে কেন, সেটা তো আমি জানি না। তবে এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ইলেকশনের শিডিউল ঘোষণার পর থেকে এটা নির্বাচন কমিশনের হাতে চলে গেছে।’

ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে কয়েকটি বিদেশি রাষ্ট্রের সুষ্ঠু ভোট নিয়ে প্রশ্ন তোলার খবর নিয়েও কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে তিনি বলেন, ‘অনেকগুলো দেশের সঙ্গে আলোচনা করলে একটা দুইটা দেশ প্রশ্ন তুলতেই পারে। আর বিএনপি তো প্রচুর টাকা পয়সা দিয়ে লবিং করাচ্ছে, এটা লবিংয়ের মাধ্যমেও হতে পারে।’

সুষ্ঠু পরিবেশ না পেলে যে কোন মুহূর্তে ঐক্যফ্রন্টের ভোট থেকে সরে আসার বিষয়ে কাদের বলেন, ‘নয়া পল্টনে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, এটাতে তারা সুষ্ঠু পরিবেশ তারা চায়? তাদের আচরণে তো তার কোন প্রকাশ নেই। যেভাবে তারা পুলিশের উপর ঝাপিয়ে পড়েছে, এটাতো প্রকাশ্য দিবালোকে ঘটেছে। তাদের ছবি আছে- এটা গোপন করার কিছু নেই, গোপন করার কোন সুযোগও নেই।’

‘তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে যে দানবীয় কা- ঘটালো, এখানেই তাদের নির্বাচনে অংশগ্রহণের সংশয় রয়ে গেছে। তারা কী সংশয় করবে?...নির্বাচন নিয়ে তাদের যে সহিংস ভূমিকা, সেটাই বলে দিচ্ছে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা কতটা সংশয়ের ঊর্র্ধ্বে।’

আরেক প্রশ্নে কাদের বলেন, ‘ঐক্যফ্রটের পিএম ফেইসের প্রশ্নটা তো প্রথমে আমি করেছি। প্রশ্নটা আমি রেইজ করেছি এখন পর্যন্ত জবাব পাইনি।’

ঢাকাটাইমস/১৭নভেম্বর/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :