‘কোনো ষড়যন্ত্রেই বিএনপি ভোট থেকে সরবে না’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ১৭:৫১

সরকার বিএনপিকে ভোটে না রাখতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তবে কোনো ষড়যন্ত্রই নির্বাচন থেকে তাদের দূরে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। সুষ্ঠু ভোটের কোনো লক্ষণ আপাতত তিনি দেখছেন না বলেও জানান। নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

শনিবার মওলানা ভাসানীর ৪২তম মৃতবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

নোমান বলেন, ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবরের পাশে থেকে শপথ নিলাম দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে আমাদের সরিয়ে রাখতে আওয়ামী লীগ নানা রকম পরিকল্পনা করছে। কিন্তু আমরা নির্বাচন থেকে সরতে রাজি নই এবং খালেদা জিয়াকে সাথে নিয়েই নির্বাচন করতে চাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জনগণের সমস্যা সমাধানের নির্বাচন। তৃণমূল মানুষের সংগ্রামের ফসল হচ্ছে ঐক্যফ্রন্ট। সবার সংগ্রামে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেই। দেশে এখনও সমতা আসেনি।’ সেই সমতা আনতে সরকার ও নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান বিএনপির এই নেতা।

আওয়ামীলীগ বলছে, নির্বাচন বানচাল করতে বিএনপি নাশকতা করছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নোমান বলেন, ‘আওয়ামী লীগতো নতুন করে একথা বলছে না। যখনই কোন সংকট তারা নিজেরা তৈরি করে তখন তারা সেই সংকটকে জাতীয়তাবাদী দলের ওপর চাপিয়ে দেয়। নয়াপল্টনে যে সমস্যা হয়েছে তা সবাই জানে। সবাই দেখেছে। এরপরও বলতে হচ্ছে গাড়ি আমরা পোড়াইনি। আমাদের ওপর দোষ চাপিয়ে দেয়া হচ্ছে। তারা চায়, জনগণকে ভয়ভীতি দেখিয়ে এমন একটি পরিস্থিতি হোক জনগণ যাতে ভোটকেন্দ্রে না যায়।’

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ভাসানীর মাজারে শ্রদ্ধা জানান।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার ছবি প্রসঙ্গে যা বললেন মেজর হাফিজ

পৃথিবীতে কোনো দেশের গণতন্ত্র পারফেক্ট না: ওবায়দুল কাদের

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার বিষয়ে কিছু জানি না: ওবায়দুল কাদের

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :