‘ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন সাকিব’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ১৮:৫৪

হাতের আঙুলের ইনজুরির কারণে গত সেপ্টেম্বরে এশিয়া কাপের মাঝপথে দল থেকে ছিটকে যাওয়া সাকিব সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজেও খেলেননি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরেছেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের টাইগার অধিনায়ক। সাকিব শারীরিকভাবে ফিট হলেও ম্যাচ খেলার জন্য এখনো পুরোপুরি ফিট নন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে সাকিবের ফেরা নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বলেছেন, ‘শারীরিকভাবে সাকিবের এখন কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাচ খেলার ফিটনেসে তার কিছুটা ঘাটতি আছে। কিন্তু সে আমাদের দলের সিনিয়র খেলোয়াড়। আমরা মনে করি, সে খেলার জন্য প্রস্তুত।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যর্থ হওয়া লিটন দাস এই দলে জায়গা পাননি। তার জায়গায় দলে ফিরেছেন আরেক ওপেনার সৌম্য সরকার। সৌম্যর দলে ফেরা নিয়ে তিনি বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগে সৌম্য ভালো খেলেছে। টেস্টে আমাদের ওপেনাররা ব্যর্থ হয়েছে। তাই আমরা সৌম্যকে সুযোগ দিয়েছে। তাছাড়া সৌম্য পেস বল ভালো খেলে।’

লিটনের পাশাপাশি এই দল থেকে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম, স্পিনার নাজমুল ইসলাম অপু ও ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। অন্যান্য সিরিজে সাধারণত ১৫-১৬ সদস্যের দল দেয়া হলেও এই দল ছোট করেছে বিসিবি। কারণ, আগামী সপ্তাহে ‍শুরু হবে প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে একজন পেসার নিয়ে খেলার লক্ষ্য টাইগারদের। ক্যারিবীয়দের স্পিন দিয়েই ঘায়েল করতে চায় বাংলাদেশ।

একাদশ থেকে শফিউল-রাহি-অপু-শান্তদের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘রাহি আসলে দল থেকে একেবারে ছিটকে যায়নি। আমরা হয়তো একাদশে একজন পেসার রাখতে পারি। সুতরাং, তার স্কোয়াডে থাকার দরকার আছে বলে মনে করি না। শান্ত, শফিউল এবং অপুও দল থেকে পুরোপুরি ছিটকে যায়নি।’

আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৩০ নভেম্বর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে মিরপুরে। টেস্ট সিরিজ শেষে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

চট্টগ্রাম টেস্টের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :