রাবি প্রশাসনের সহযোগিতায় আবেদনের সুযোগ, খুশি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ২১:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফরম পূরণে প্রতারণার শিকার শিক্ষার্থীরা টাকা ফেরতসহ নতুন করে আবেদনের সুযোগ পেয়েছে। দূর হয়েছে তাদের শঙ্কা। এর মধ্য দিয়ে তিন শতাধিক শিক্ষার্থীর বিসিএস পরীক্ষায় বসতে বাধা রইল না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার সকাল থেকে আবেদনকারীদের টাকা ফেরত দেয়া শুরু হয়। শনিবারের মধ্যে সকল আবেদনকারীর টাকা ফেরত দেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

ভুক্তভোগীদের একজন জুবায়ের আল মাহমুদ বলেন, ‘সকাল থেকে অনেকের টাকা দেয়া হয়েছে, আমরা টাকা পেয়েছি। ভাল লাগছে প্রশাসন প্রতারণার শিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। সামনেও এরকম সমস্যাগুলোতে আমরা প্রশাসনের সহযোগিতা পাব বলে আশা করি।’

সুলতানা সুমি নামে এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া নির্দেশনা মতো পিএসসিতে আমাদের তথ্যগুলো পাঠিয়েছিলাম। যারা তথ্য পাঠিয়েছিল তারা পুনরায় আবেদন করার সুযোগ পেয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সহযোগিতা ভুলবার নয়।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, ‘আমরা সকাল থেকে ভুক্তভোগী শিক্ষার্থীদের টাকা ফেরত দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে তাদের টাকা ফেরতের প্রক্রিয়া শেষ হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পুনরায় আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রতারণার দায়ে বিশ্ববিদ্যালয়ের স্পন্দন ও ভাই-ভাই কম্পিউটার দোকানের তিন জনকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের স্পন্দন কম্পিউটারের মালিক মোস্তাক আহমেদ মামুন এবং ভাই ভাই কম্পিউটারের আরিফ হোসেন ও রফিকুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হাবিপ্রবি ছাত্রলীগের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :