শিক্ষকের স্ট্যাটাসের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের অবস্থান

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ২২:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন নামে চালু হওয়া অনুষদ নিয়ে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন।

শনিবার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে ওই স্ট্যাটাসকে কুরুচিপূর্ণ দাবি করে তা প্রত্যাহার করে নেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় মনোনীত অর্গানোগ্রাম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগকে বণ্টন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে একটি বৃদ্ধি করে কলা অনুষদ করা হয়েছে। একই সাথে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের নাম পরিবর্তন করে বিজ্ঞান অনুষদ এবং এ অনুষদ থেকে দুইটি অনুষদ বৃদ্ধি করে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ করা হয়েছে।

১৫ নভেম্বর রাত ১০টায় অনুষদ বিভক্তের প্রেক্ষিতে আলতাফ হোসেন রাসেল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে এই বিভক্তিকে ভারসাম্যহীন সম্প্রসারণ উল্লেখ করে তিনি বলেন, অর্গানোগ্রামের অজুহাতে এটা একটা বিভক্তি। এটা ভারসাম্যহীন সম্প্রসারণ যা দেখতেই সুন্দর দেখাচ্ছে, কিন্তু বাস্তবে ততোটা কার্যকরী হবে না।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় তার বিভাগের নামগুলো ব্যক্তি বা মানুষের নাম মনে করছেন কিনা বুঝতে পারছি না। একদিন ঘুম থেকে উঠে একটি জাতির সবাই দেখল তারা সবাই ইঞ্জিনিয়ার! কিন্তু দুর্ভাগ্য তাদের, তারা অনুভব ও অনুধাবন করতে পারল না, এই ইঞ্জিনিয়ার খায় না মাথায় দেয়! এটা বুড়ো বয়সে ইঞ্জিনিয়ার হওয়ার ভীমরতি ধরার মতো।’

শিক্ষার্থীদের এই আন্দোলনের ব্যাপারে আলতাফ হোসাইন রাসেল ফেসবুকে তাৎক্ষণিক এক স্ট্যাটাসে বলেন, ‘এইবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যাপক ব্যর্থতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। নৈরাজ্য ‘সৃষ্টিকারী সুবধিাভোগীরা’ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমার লেখার একটি অংশকে নিয়ে এই ধরনের একটা নাটক মঞ্চস্থ করল।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে নিয়ে এরকম স্টাটাস দেয়া ঠিক হয়নি। তার বিরুদ্ধে লিগ্যাল ওয়েতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবে।’

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

চবি উপাচার্য হলেন অধ্যাপক আবু তাহের

জবি শিক্ষার্থী মীমের অভিযোগের তদন্ত চলছে: ডিবি প্রধান

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :