রংপুরে ট্রাকের ধাক্কায় অটোর চার যাত্রী নিহত

ব্যুরো প্রধান, রংপুর, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৩:০৮ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৮, ১২:৫৬

রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে রবিবার সকালে ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চার অটোরিকশা যাত্রী মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয়রা বলছেন, ট্রাকটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার সকাল সোয়া ১০টায় বদরগঞ্জগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামাবাহী একটি ট্রাকের সাথে রংপুরগামী যাত্রী বোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি পাশের পুকুরে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে।

আহত চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।

নিহতদের মধ্যে একজনের নাম বাদশা আলমগীর বলে জানা গেছে। তিনি বদরগঞ্জের বৈরামপুর এলাকার ইউনুস আলীর ছেলে।

এ ঘটনায় রংপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রংপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/আরআইআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :