জ্বালানি সাশ্রয়ী ১০ বাইক

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ১৪:১৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ১৬:৪৯

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

দুর্দান্ত গতি, রেট্রো স্টাইল, টর্ক, গিয়ার এসব কিছু ছাড়াও আপনার প্রিয় বাইকটির ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি সেটা হল জ্বালানির সাশ্রয়। বাজারের হাজারো বাইকের মধ্যে জ্বালানি সাশ্রয়ী ১০টি বাইকের খবর জেনে নিন।

হিরো স্প্লেন্ডর: প্রতি লিটারে ৯৩.২ কিমি যেতে সক্ষম দুর্দান্ত স্টাইলের এই বাইকটি। ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে।

বাজাজ ডিসকভার ১১০: ১১০ সিসির বাইকটি প্রতি লিটারে ৭৬ কিমি যেতে সক্ষম। এই বাইকটির 

ইয়ামাহা সালুটো আরএক্স: ১১০ সিসির মোটরবাইকটি সি‌ঙ্গেল সিলিন্ডারের। লো কার্ব ওয়েট বাইকে এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। প্রতি লিটারে ৮২ কিমি যেতে সক্ষম। 

বাজাজ সিটি ১০০: ‘মোস্ট ফুয়েল এফিসিয়েন্ট’ বলে এটিকে দাবি করেছে বাজাজ। এক লিটার পেট্রোলে ৮৯.১-৯৯.১ কিমি যেতে সক্ষম দুর্দান্ত স্টাইলের এই বাইকটি। ৯৭.২ সিসির বাইকটি অনেকগুলো রঙে পাওয়া যায়।

টিভিএস ভিক্টর: ১১০ সিসির বাইকটি সিঙ্গল সিলিন্ডার, ৩ ভালভ ইঞ্জিন বিশিষ্ট। ৯.৬ বিএইচপি, ৯.৪ এনএম পিক টর্ক-সহ আরও বেশ কিছু ফিচার একে করে তুলেছে অনন্য। প্রতি লিটারে ৭২ কিমি যেতে সক্ষম। 

বাজাজ প্লাটিনা ১০০-ইএস: জনপ্রিয় একটি বাইক। সংস্থার সবচেয়ে বিক্রি হওয়া বাইক এটি। প্রতি লিটারে ৯৬.৯ কিলোমিটার যেতে সক্ষম বাইকটি। ১০২ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে। 

হিরো স্প্লেন্ডর: বাজাজ দাবি করছে বাইকটি প্রতি লিটারে ১০২.৫ কিলোমিটার যেতে সক্ষম। ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন ও আইথ্রিএস প্রযুক্তির এই বাইক আক্ষরিক অর্থেই জ্বালানি সাশ্রয়কারী। 

টিভিএস স্পোর্ট: এটি টিভিএসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। প্রতি লিটারে ৯৫ কিমি পর্যন্ত যেতে সক্ষম বাইকটি। ৯৯.৭৭ সিসি, ক্রোম এলিমেন্ট, অ্যালয় হুইলস, ইলেকট্রিক স্টার্ট ইঞ্জিন রয়েছে এতে। 

হিরো এইচএফ ডিলাক্স: এইচএফ ডিলাক্স ও এইচএফ ডন ১০০ সিসির বাইকটি জ্বালানি সাশ্রয়কারী বলেই পরিচিত। ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড বাইকটি লিটার প্রতি ৮৮.৫ কিমি যেতে সক্ষম। 

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এজেড)