সাপাহারে বিষধর রাসেল ভাইপার উদ্ধার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ১৮:৩০

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর সাপাহার উপজেলায় আশড়ন্দ বাজার মুংরইল এলাকার একটি ধান ক্ষেত থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।

রবিবার দুপুরে সাপটি উদ্ধার করা হয় বলে জানান উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি বলেন, কয়েকজন কৃষক ধান কাটার কাজ করার সময় জমিতে সাপটি দেখতে পান। পরে তারা সবাই মিলে সাপটি বস্তায় করে ধরে নিয়ে আসেন।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া রাসেল ভাইপার সাপটি খুবই বিষধর। আপাতত সাপটি আমাদের হেফাজতে রাখা হয়েছে।
তাকে কোথায় অবমুক্ত করা হবে সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/প্রতিনিধি/ইএস