ক্যালিফোর্নিয়া পরিদর্শন করেছেন ট্রাম্প

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ২০:২২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি দেখতে শনিবার সেখানে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

ক্যাম্প ফায়ার নামের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দাবানলটিতে এ পর্যন্ত অন্তত ৭৬ জন নিহত হয়েছে এবং ১,২৭৬ জন নিখোঁজ রয়েছেন, তবে নিখোঁজের সংখ্যাটি পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দাবানলে ধ্বংস হয়ে যাওয়া প্যারাডাইস শহরে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে ‘দুঃখ প্রকাশ’ করেন ট্রাম্প। জলবায়ু পরিবর্তন নয় দুর্বল বন ব্যবস্থাপনার কারণেই এসব ঘটেছে বলে নিজের বিতর্কিত অভিযোগ আবার তুলেছেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের ব্যবস্থাপনার রক্ষাণাবেক্ষণও করতে হবে।  পরিবেশ নিয়ে কাজ করা গোষ্ঠীগুলোর সঙ্গেও আমাদের কাজ করতে হবে। আমার মনে হয় সবাই আলো দেখেছে। আমার মনে হয় না এমন পরিস্থিতি আবার হবে।’

ট্রাম্প ‘দুর্বল বন ব্যবস্থাপনাকে’ দোষারোপ করলেও বিশেষজ্ঞরা দাবানলের প্রধান কারণ হিসেবে আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যার পরিবর্তনকে দায়ী করছেন।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এসআই)