জিততে পাকিস্তানের চাই ১৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৮, ২০:২৬

আবুধাবি টেস্টে জয় দেখছে পাকিস্তান। জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছেন বোলাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে তারা থামিয়ে দিয়েছেন ২৪৯ রানে। ১৭৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। জয়ের জন্য আর ১৩৯ রান দরকার স্বাগতিকদের। ইমাম-উল-হক ২৫ আর মোহাম্মদ হাফিজ ৮ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। জবাবে পাকিস্তান থামে ২২৭ রানে। দ্বিতীয় ইনিংসে একটা সময় ৪ উইকেটেই দুইশ’র গণ্ডি পেরিয়ে গিয়েছিল কিউইরা। পঞ্চম উইকেট জুটিতে হেনরি নিকোলস আর বিজে ওয়াটলিং এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সফরকারীদের। কিন্তু দলীয় ২২০ রানে নিকোলস ফেরার পরই মড়ক লাগে তাদের ইনিংসে। হাসান আলীর গতি আর ইয়াসির শাহর ঘূর্ণিতে দিশেহারা কিইউরা স্কোরবোর্ডে মাত্র ২৯ রান যোগ করেই অলআউট হয়ে যায়।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন উইকেটরক্ষক ওয়াটলিং। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান এসেছে নিকোলসের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামস করেছেন ৩৭। পাকিস্তানের পক্ষে ৫টি করে উইকেট নিয়েছেন হাসান আলী আর ইয়াসির শাহ।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :