নরসিংদীতে সংঘর্ষে স্কুলছাত্র নিহতের ঘটনায় মামলা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ২২:৫১

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়। এর মধ্যে নিহত স্কুলছাত্র তোফায়েল আহমেদের পিতা ৪৭ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা করেছেন। নিহত স্কুলছাত্রের পিতা আব্দুল্লাহ ফকির রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হককে। এছাড়া আরো ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী গ্রামে এবং দুপুরে একই উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে নিহতরা হলেন- বাঁশগাড়ী বালুয়াকান্দি এলাকার স্কুলছাত্র তোফায়েল হোসেন ও নিলক্ষার বীরগাঁও এলাকার সোহরাব হোসেন এবং গোপীনাথপুর এলাকার স্বপন মিয়া।

নিহত তোফায়েল সম্প্রতি বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী হিসেবে নির্বাচনী পরীক্ষা শেষে ফরম পূরণ করেছিল।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)