সিলভাকে সম্মানিত করল স্পেন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ১০:৫৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১১:১৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত আগস্টেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। রোববার বসনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ উপলক্ষে সাবেক তারকাকে সম্মানিত করেছে স্পেন। ব্রেইজ মেন্ডেজের একমাত্র গোলে ম্যাচটিতে জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পেনের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য সিলভার হাতে ম্যাচের আগে একটি বিশেষ স্মারক তুলে দেয়া হয়। এই সময় সিলভার সঙ্গে ছিল তার ১০ বয়সী ছেলে মাতেও। এরপর তার কিকের মাধ্যমে খেলা শুরু হয়।

২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল সিলভার। স্পেনের ২০০৮, ২০১২ সালের ইউরো এবং ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস ছিলেন তিনি। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার লা রোজাদের জার্সিতে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩৫টি, অ্যাসিস্ট ৩২টি।

চাইলে আরও দু-তিন বছর খেলা চালিয়ে যেতে পারতেন। কিন্তু নতুনদের কথা ভেবে রাশিয়া বিশ্বকাপের পর অবসর নিয়ে নেন তিনি। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। সিলভার প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমি জানি ও কেন অবসর নিয়েছে। খেলোয়াড় হিসেবে সিলভা অনন্য। যার নামে কোনো দুর্নাম নেই। ওকে এভাবে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত।’

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এবিএ)