ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতি অসাধারণ: ফিল্ডিং কোচ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ১৯:০৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত তিন-চার বছরে ক্রিকেটে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। উন্নতি হয়েছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই। ফিল্ডিংয়ে দলের খেলোয়াড়দের উন্নতি নিয়ে খুশি ফিল্ডিং কোচ রায়ান কুক। গত জুলাইয়ে রায়ান কুক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসাবে যোগ দেন। এরপর থেকে দলের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। রায়ান কুকের বাড়ি দক্ষিণ আফ্রিকায়।

আগামী ২২ নভেম্বর শুরু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজ সামনে রেখে টাইগাররা এখন চট্টগ্রামে। সোমবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রায়ান কুক। এ সময় তিনি বলেন, ‘ফিল্ডিংয়ের প্রতি বাংলাদেশের খেলোয়াড়দের মনোভাব নিয়ে আমি খুশি। ছেলেরা যে উন্নতি করেছে তা অসাধারণ। সুতরাং, মনোভাব বা দৃষ্টিভঙ্গিতে মৌলিক কোনো পার্থক্য নেই।’

দক্ষিণ আফ্রিকার এক সময়ের অন্যতম সেরা ফিল্ডার হার্শেল গিবস ও জন্টি রোডসের উদাহরণ টেনে রায়ান কুক বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা জন্টি রোডস ও হার্শেল গিবসের মতো কিছু খেলোয়াড় পেয়েছি। অনেকেই তাদের অনুসরণ করতে চায় বা তাদের মতো হতে চায়। অনেক সময় দেখা যায়, সামনে নায়ক না থাকলে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয় না। বাংলাদেশকে নিজেদের মানদ- তৈরি করতে হবে,  ফিল্ডিংয়ে তাদের বিশ্বের সেরা দল হতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশের সেই সামর্থ্য আছে।’  

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কুক বলেন, ‘প্রথম টেস্টে আমরা ৯১ শতাংশ ক্যাচ নিয়েছি। আমি মনে করি, এটা অসাধারণ ছিল। দ্বিতীয় টেস্টে কঠিন কিছু সুযোগ সৃষ্টি হয়েছিল যেগুলো ছেলেরা মিস করেছে। কিন্তু ছেলেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, ফিল্ডিংয়ে তারা আরো উন্নতি করবে। তারা আর ক্যাচ মিস করতে চায় না।’

কুক বলেন, ‘টেস্ট ম্যাচে মনোযোগ ধরে রাখা কঠিন। কিন্তু খেলোয়াড়দের পুরো দিন ফিল্ডিং করলে দিনের শেষভাগেও সমানভাবে মনোযোগ ধরে রাখতে হবে। দিনের শুরুতে যেভাবে মনোযোগী থাকবে শেষভাগেও ওই মনোযোগ থাকতে হবে। একজন পেশাদার খেলোয়াড়ের কাছ থেকে সবাই এমনটিই প্রত্যাশা করে।’

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এসইউএল)