টেস্ট দলে যুক্ত হলেন নতুন মুখ সাদমান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:২৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য গত শনিবার ১৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এই দলের সাথে যুক্ত হয়েছেন নতুন মুখ সাদমান ইসলাম। এবারই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন ওপেনার সাদমান। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

সম্প্রতি সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে আসছেন সাদমান ইসলাম। গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। ঢাকা মেট্রোর হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ১৫৭ রানের ইনিংস খেলার পর ঢাকা বিভাগের বিপক্ষে ১৮৯ রান করেছিলেন তিনি। সাদমান ইসলাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ও বাংলাদেশ ‘এ’ দলের হয়েও খেলেছেন।

২৩ বছর বয়সী সাদমান ইসলাম এখন পর্যন্ত ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩০২৩ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সাতটি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫১ ম্যাচ খেলে দুইটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে তিনি করেছেন ১৭৩৯ রান।

১৪ সদস্যের বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, আরিফুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :