বিজেএমসির চেয়ারম্যান ও জাদুঘরের নতুন ডিজি

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ১৯:২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জুট মিলস করপোরেশনে (বিজেএমসি) নতুন চেয়ারম্যান এবং জাতীয় জাদুঘর ও গ্রন্থাগার অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া আরও কয়েকটি পদে রদবদল করা হয়েছে।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ারকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ আহমেদ জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অতিরিক্ত সচিব মঞ্জুরুল রহমান গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম খান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হয়েছেন। স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আব্দুল হাকিম মজুমদারকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক করা হয়েছে।