এই ইসির অধীনেই ভালো নির্বাচন হয়েছে: সুজন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজন। বলেছেন, বর্তমান কমিশনই একটি মডেল নির্বাচন করেছে।
সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ‘সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সুপারিশমালা’ তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানান তিনি।

বদিউল বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে বলা যায় রোল মডেল। নির্বাচন কমিশনের হাত লম্বা, তারা চাইলে করতে পারে। এটা তার প্রমাণ করে। তারা সাংবিধানিক পদে নিয়োজিত, সুষ্ঠু নির্বাচন করা তাদের দায়িত্ব।’

আগেরবার না এলেও এবার দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসতে রাজি হয়েছে বিএনপি এবং তার দুই জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দল। যদিও তাদের দাবি ছিল, দলীয় সরকারের অধীনে ভোট ভালো হয় না।

বদিউল বলেন, ‘দলীয় সরকারের অধীনে অতীতে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। এবার সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।...আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। এজন্য নির্বাচন কমিশনকে শক্ত ভূমিকা পালন করতে হবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। বলেন, ‘সাম্প্রতিককালে অনুষ্ঠিত কিছু নির্বাচনে প্রশাসন তথা আইনশৃখলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় প্রশাসন তথা আইনশৃঙ্খলা বাহিনীর প্রভাবিত হওয়ার ঝুঁকি আরও বেড়ে গেছে। তাই এ ব্যাপারে কমিশনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।’

‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই সতর্ক থাকতে হবে সাম্প্রতিক কয়েকটি নির্বাচনের মতো নির্বাচন কমিশনের ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয়। ইসিকে আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে নৈতিকতা ও সাহসিকতার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।’

‘পাশাপাশি কোনও অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের নির্লিপ্ত থাকার সুযোগ নেই।’
এসময় আরও উপস্থিত ছিলেন সুজন মহানগর ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ক্যামেলিয়া চৌধুরী, সুজনের মিডিয়া সমন্বয়কারী শামীমা মুক্তা প্রমুখ।