আয়কর মেলায় ২৪৬৮ কোটি টাকার রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৮, ২১:২৬

নবম আয়কর মেলায় দুই হাজার ৪৬৮ কোটি টাকার রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৩৫ শতাংশ বেশি। এবারের মেলায় রিটার্ন জমা দিয়েছেন ৪ লাখ ৮৯ হাজার করদাতা, যা গত বছরের চেয়ে ৪৫ শতাংশ বেশি। নতুন করে করের আওতায় (ই-টিআইএন) এসেছেন প্রায় ৪০ হাজার মানুষ, যা গত বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। সব মিলিয়ে সারা দেশে সেবা নিয়েছেন প্রায় ১৬ লাখ করদাতা।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর সপ্তাহ একটি সৃজনশীল উদ্যোগ। এবারের মেলায় রাজস্ব আদায়ের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবারও সেবা দেয়ার ক্ষেত্রে অতীতের প্রবণতা বজায় থাকবে৷ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।

মোশাররফ হোসেন বলেন, কর অঞ্চল ও সার্কেল অফিসেও করদাতারা একই পরিবেশে রিটার্ন দাখিল করবেন। আর রিটার্ন জমা নেয়ার ক্ষেত্রে কোনো কর্মকর্তা কর্মচারীর গাফিলতি সহ্য করা হবে না।

এনবিআরের তথ্যমতে, নবম আয়কর মেলায় ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের চেয়ে ২৫১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৬৭৪ টাকা বেশি। এবারের মেলায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৩৫ শতাংশ। মেলায় রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ করদাতা। গত বছরের চেয়ে ১ লাখ ৫২ হাজার ৮৬টি বেশি রিটার্ন জমা পড়েছে এবার। সে হিসেবে রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি ৪৫ দশমিক ৩৩ শতাংশ।

এবারের মেলায় ই-টিআইএন নিয়েছেন ৩৯ হাজার ৭৪৩ জন৷ এই সংখ্যা গত বছরের চেয়ে ১০ হাজারেরও বেশি৷ নিবন্ধন নেয়ায় প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৮৫ শতাংশ। সব মিলিয়ে এবারের মেলায় সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন করদাতা। সেবা গ্রহীতায় প্রবৃদ্ধি প্রায় ৪০ শতাংশ।

এছাড়া এবারের মেলায় অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩ হাজার ৭৭০ জন করদাতা৷ আর ই পেমেন্টে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৫৮ টাকার কর জমা দিয়েছেন। সব মিলিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা ঘিরে সারাদেশের করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। ছিল উৎসব মুখর পরিবেশও।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :