ভিয়েতনামের রাস্তায় ফর্মুলা ওয়ান কার

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১০:৪০

২০২০ সালে ভিয়েতনামের রাজধানী হনই-এর রাস্তায় ছুটবে ফর্মুলা ওয়ান কার। ইতিমধ্যেই এশিয়ার সিঙ্গাপুর, চীন ও জাপানে ফর্মুলা ওয়ান রেস হয়। আরও বেশি দেশে ফর্মুলা ওয়ানকে জনপ্রিয় করতে ভিয়েতনামে ফর্মুলা ওয়ান রেসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোনাকো, সিঙ্গাপুর ও বাকুর পরে হনই ফর্মুলা ওয়ান ক্যালেন্ডারের চতুর্থ স্ট্রিট রেস হতে চলেছে।

এই রেসের জন্য হনই শহরে তৈরি হবে একটি সেমি পার্মানেন্ট রেস ট্র্যাক। নার্বারগ্রিন, সিলভাস্টন ও মোনাকো, সুজুকা ও সাপাং ট্র্যাক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ট্র্যাক।

নতুন সার্কিটে যেমন রয়েছে হাই স্পিড টার্ন তেমনি রয়েছে স্লো হেয়ারপিন বেন্ড। ৫.৫৭ কিলোমিটার লম্বা এই ট্র্যাকে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩৩৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে ফর্মুলা ওয়ান কার। ইতিমধ্যে হনই ট্র্যাক তৈরির কাজ শুরু হয়েছে। ২০২০ সালে সেখানে রেস অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা