রাবিতেও আসছে সাইকেল শেয়ারিং সেবা

রাবি প্রতিনিধি
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১০:৪৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছবি

ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পর রাজশাহী বিশ^বিদ্যালয়েও চালু হতে যাচ্ছে সাইকেল শেয়ারিং সিস্টেম ‘জোবাইক’। আগামী জানুয়ারি থেকে এই কার্যক্রম চালু হবে বলে নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

তিনি জানান, ‘এরই মধ্যে বিশ^বিদ্যালয় প্রশাসনের সঙ্গে জোবাইক কর্তৃপক্ষের প্রাথমিক আলোচনা হয়েছে। স্মার্টফোন অ্যাপ নির্ভর এই সেবাটি জানুয়ারি থেকে শুরু হবে। কর্তৃপক্ষ প্রথমে ৩০০ সাইকেল দেওয়ার কথা জানিয়েছে।’

তিনি আরও জানান, ‘আবাসিক হল, একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সাইকেল রাখা থাকবে। অ্যাপের মাধ্যমে সাইকেলের লক খোলার পর থেকে সময় গণনা শুরু হবে। প্রতি পাঁচ মিনিটে তিন টাকা খরচ হবে শিক্ষার্থীদের। ব্যবহৃত সাইকেলটি স্টান্ড করে লক করলেই সময় গণনা বন্ধ হয়ে যাবে। সময় অনুযায়ী চার্জ করা হবে।’

ঢাকা টাইমস/২০ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :