বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কোচ পোথাস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১২:০০

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন নিক পোথাস। মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাস চলতি বছরের শুরুর দিক থেকে ক্যারিবীয়দের ফিল্ডিং কোচ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ছিলেন স্টুয়ার্ট ল। গত সেপ্টেম্বরে স্টুয়ার্ট ল’কে কোচ হিসাবে নিয়োগ দেয় ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব মিডলসেক্স। ওয়েস্ট ইন্ডিজের সদ্য সমাপ্ত ভারত সফর শেষেই প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন স্টুয়ার্ট ল।

দায়িত্ব পাওয়ার পর পোথাস বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়াটা সম্মানের। বাংলাদেশ সিরিজ কঠিন হবে।’

ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস বলেছেন, ‘আমরা আশা করছি, নিকের নেতৃত্বে দল ইতিবাচক পারফরম্যান্স করবে ও ধারাবাহিকতা বজায় রাখবে।’

আগামীকাল চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ক্যারিবীয়দের বিপক্ষে মোট দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :