বেরোবিতে প্রতি আসনে লড়বেন ৫৪ শিক্ষার্থী

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১৩:৫৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৫৪ শিক্ষার্থী লড়বেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারে ভর্তি পরীক্ষায় ৬টি অনুষদে ২১টি বিভাগের অধীনে আবেদনপত্র জমা পড়েছে ৭০ হাজার ৬৬৭টি। আসন রয়েছে ১ হাজার ৩১৫টি। সেই হিসাবে প্রতি আসনে লড়বেন ৫৪ শিক্ষার্থী।

নির্ধারিত সময়ে ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) আবেদন করেছেন ১৮ হাজার ২৭০ জন, ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ১৯ হাজার ৮১২ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৮ হাজার ১২৩ জন, ‘ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৮ হাজার ৯০১ জন, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৬ হাজার ৯৬৬ জন এবং ‘এফ’ ইউনিটে (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) আবেদন করেছেন ৮ হাজার ৫৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় শতকরা পাঁচজন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শতকরা ১দশমিক ৫ জন, প্রতিবন্ধী কোটায় শতকরা একজন, পোষ্য কোটা শতকরা ২ জন এবং হরিজন কোটা শতকরা দশমিক ৫ জন নির্ধারণ করা হয়েছে। যা মোট আসন সংখ্যার অতিরিক্ত বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি অনুষদে ২১টি বিভাগের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২থেকে ৬ডিসেম্বর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd তে পাওয়া যাবে।

ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :