পদ্মাসেতুর নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় নয় : সেনাবাহিনী

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ১৬:৫৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

পদ্মাসেতুর নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দেবে না সেনাবাহিনী। যেকোন পরিস্থিতি মোকাবেলায় পদ্মা সেতুর দায়িত্বে থাকা সেনা সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ৫৮ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  মো. শফিকুর রহমান পিএসসি।

মঙ্গলবার পদ্মাসেতু প্রকল্প এলাকার নিরাপত্তার বিষয়ে মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায়  প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মুন্সীগঞ্জের শ্রীনগর দোগাসিতে পদ্মা সেতুর সার্ভিস এড়িয়া-১ এলাকায় পদ্মা সেতুর নিরাপত্তায় থাকা ৯৯-কমপোজিট বিগ্রেডের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপ-অধিনায়ক মেজর  মো. সোহল রানা (পিএসসি), মেজর মো. রিয়াদুল ইসলাম  কোম্পানি অধিনায়ক (সি-কোম্পানি),  মেজর  মো. রিয়াজ আহমেদ অধিনায়ক (এ কোম্পানি), ক্যাপ্টেন মো. আসাদুল হক পাটোয়ারী কিউএম (কোয়াটার মাস্টার) বক্তব্য রাখেন।

এসময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ  চৌধুরী নুপূর, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, শ্রীনগর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধীর রাজবংশী, সাংবাদিক ফয়সাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/ওআর