খুলনায় ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

খুলনা ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১৮:১১

খুলনার খালিশপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার দুপুরে বানৌজা তিতুমীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশন লিমিটেডের হয়ে এই তিন শ্রমিক কাজ করছিলেন।

নিহতরা হলেন নীলফামারীর জলডাঙ্গা উপজেলার উত্তর দেশিবাড়ীর সায়েম, রমজান ও নূর আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বানৌজা তিতুমীর কম্পাউন্ডের ১০ তলা ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। নবম তলায় কাজের সময় অসাবধানতাবশত তারা নিচে পড়ে যান। এতে তিনজনই গুরুতর জখম হন। পরে নৌবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দিব্যেন্দু সরকার ঢাকা টাইমসকে জানান, এদের তিনজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। হাসপাতালে আনার আগেই সবার মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন বলেন, নবম তলায় প্লাস্টারের কাজ করার সময় বাঁশের মাচা (ভারা) ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে অপমৃত্যুর একটি মামলা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করবে পুলিশ।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এসএএইচ/এলএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :