ময়মনসিংহে অগ্নেয়াস্ত্র-মাদকসহ সাবেক মেম্বার গ্রেপ্তার

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ১৮:৩৩

আঞ্চলিক প্রতিনিধি (ময়মনসিংহ), ঢাকাটাইমস

ময়মনসিংহে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন মেম্বার (৪৬)কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের সদর উপজেলার আকুয়া এলাকার হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় এলজি, ২টি কার্তুজ, ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রতন মেম্বার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের তালমা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ জানান, দুপুরে নগরীরর আকুয়া এলাকার হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার রতনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেহ তল্লাশি করে অগ্নেয়াস্ত্র, কার্তুজ ও মাদক পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।

ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/ইএস