এসএসসির নিবন্ধন

এক স্কুলেই অতিরিক্ত আদায় ২৫ লাখ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৯:৫৬ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১৯:৪২

রাজধানীর একটি স্কুলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত আদায় করা হয়েছে ২৫ লাখ টাকা। আর সেই টাকা গেছে স্কুলের তিন জন শিক্ষকের ব্যক্তিগত হিসাবে।

অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে মঙ্গলবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে এই চিত্র দেখতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

২০১৯ সালের এসএসসি পরীক্ষায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা ৬৩৭ জন। তবে এসব শিক্ষার্থীর নিকট সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় ২৫ লাখ টাকা অতিরিক্ত প্রহণের প্রমাণ পেয়েছে দুদক দল।

এই চিত্রটি সারা দেশের এবং প্রতি বছরের। শিক্ষাবোর্ড শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য যে টাকা বেধে দেয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আদায় করে কখনও দ্বিগুণ, কখনও তিন গুণ টাকা। নানা অযুহাতে আদায় করা এই টাকার কোনো রশিদও সাধারণত দেয়া হয় না। শিক্ষা প্রশাসন বরাবর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কার্যকর কিছু করতে পারেনি।

তবে এবার দুদক এই প্রবণতার বিরুদ্ধে অভিযানে নেমেছে। আর এর অংশ হিসেবেই যাত্রাবাড়ীর ওই স্কুলে যায় সংস্থাটির দল।

অভিযানে দেখা যায়, অতিরিক্ত আদায় করা এই টাকা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনিরুজ্জামান হাওলাদার, সহকারী প্রধান শিক্ষক মরিয়ম বেগম ও সহকারী প্রধান শিক্ষক নাসরীন নাহারের যৌথ নামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে (যাত্রাবাড়ী শাখা) গচ্ছিত রাখা হয়।

অভিযানের সময় মুখে স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে আদায় করা ২৫ লাখ টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়ার লিখিত অঙ্গীকারও করে। আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুদকের কর্মকর্তাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের নিকট এসব টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

দুদক জানায়, দুর্নীতির বিষয়ে জানাতে চালু গওয়া হটলাইনে (১০৬) ফোন পেয়ে এই অভিযান চালানো হয়েছে।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরীর নির্দেশে সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালায়। ঢাকা টাইমসকে এই কর্মকর্তা বলেন, ‘দুদক জনগণকে তাৎক্ষণিক সুফল দিতে চায়। এ লক্ষে অভিযান চালাচ্ছে দুদক। দায়ী শিক্ষকদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নেবে।’

যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে, অভিযোগ পেলে সেগুলোতেও যাওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :