ইবির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

ইবি প্রতিনিধি
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ২০:১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী বৃহস্পতিবার। জমকালো আয়োজনে দিবসটি পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২২ নভেম্বর সাপ্তাহিক ছুটির কারণে ২৪ নভেম্বর দিবসটি উদযাপনের সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তর সূত্রে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, ২৪ নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। পরে পায়রা ও বেলুন উড়িয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে। এরপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে হবে আলোচনা সভা। শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি কামনায় রয়েছে দোয়ার আয়োজন। একই সঙ্গে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা টাইমস/২০ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :