দিনাজপুরে হতদরিদ্রদের শীতবস্ত্র দিলেন পুলিশ সুপার

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ২০:২০

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দিনাজপুর-এর উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

মঙ্গলবার দিনাজপুর পুলিশ লাইনস প্রাঙ্গণে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দিনাজপুরের সভানেত্রী তানিয়া মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কাজেমউদ্দীন, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, দিনাজপুর ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী, কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম প্রমুখ।

পুলিশ সুপার আবু সায়েম প্রতিটি সংগঠনকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, মানবসেবার মাধ্যমেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। শুধু পুলিশ ও পুনাক নয়- প্রতিটি সংগঠনকে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, সুষ্ঠু ও স্বাভাবিক জীবনযাপন করতে হলে আপনাদের সন্তানদের খেয়াল রাখতে হবে। মাদক ও কোন অপকর্মের সাথে জড়িত না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এলএ)