প্রতারক বন্ধুকে থানায় ধরে নিয়ে গেলেন সাব্বির

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ২১:৩৯

ব্যুরো প্রধান, রাজশাহী

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান তার এক বন্ধুকে ধরে থানায় নিয়ে গেছেন।

সাব্বিরের অভিযোগ, মামুনুর রশিদ ওরফে হিমেল নামে এই তরুণ তার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এক তরুণীর সঙ্গে প্রতারণা করছিলেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে সাব্বির ওই তরুণকে ধরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় নিয়ে যান। থানার দায়িত্বরত অফিসার সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। রাত ৯টার দিকে তিনি বলেন, সাব্বির রহমান এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলছেন। আর মামুনুর রশিদকে আটক করে থানাহাজতে রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ওসি আমান উল্লাহ কথা বলতে চাননি।

তবে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, মামুনুর রশিদ ক্রিকেটার সাব্বির রহমানের নামে ফেসবুক আইডি খুলে এক তরুণীর সঙ্গে প্রতারণা করছিল। ওই তরুণী সাব্বির রহমানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাকে জানান। এরপর সাব্বির রহমান নিশ্চিত হন এ ধরনের প্রতারণা মামুনুর রশিদ করছেন। তাই তাকে ধরে থানায় নিয়ে আসেন।

পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, থানায় আলাপ-আলোচনা চলছে। সাব্বির রহমান যেভাবে চাইবেন সেভাবেই প্রতারক মামুনুর রশীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/আরআর/এলএ)