সিলেট-১

ধানের শীষ পাওয়ার দাবি ইনামের

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ২২:১১ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ২২:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ইনাম আহমেদ চৌধুরী। ফাইল ছবি

সিলেট-১ আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার দাবি করেছেন দলের ভাইস চেয়ারম্যান ইমান আহমেদ চৌধুরী। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।

মঙ্গলবার গুলশানে বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়ার দাবি করেন ইনাম।
এই আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরও মনোনয়ন চান। তিনি বেশ কয়েক বছর ধরে সেখানে কাজ করছেন। সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ আরিফ আহমেদ মোমতাজ রিফাও এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদও এই আসনে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন ছিল।

এই আসনটির প্রতি বরাবর দৃষ্টি থাকে রাজনীতিতে আগ্রহীদের। কারণ, বরাবর, এই আসনে বিজয়ী দল গঠন করেছে সরকার।
ইনাম আহমেদ চৌধুরীর সাক্ষাৎকারে যুক্তরাজ্য থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

‘তারেক রহমান আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন।  কারণ তিনি আমার রাজনীতির ব্যাপারে আগে থেকেই অবগত।’
‘তারপরও জানতে চেয়েছেন তৃণমূলের সঙ্গে কেমন যোগাযোগ আছে? আমি বলেছি আমার তৃণমূলের সঙ্গে কখনো যোগাযোগ বিচ্ছেদ হয়নি নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা ঐক্যবদ্ধ আছেন এবং আন্দোলন সংগ্রাম করতে প্রস্তত রয়েছেন।’

আপনি কী বলেছেন- এমন প্রশ্নে ইনাম বলেন, ‘মনোনয়ন না পেলেও দল যাকে দেবে তার জন্য কাজ করার বলেছেন। আমিও বলেছি দল যাকে প্রার্থী দিবে তার সঙ্গে কাজ করব।’