প্রধানমন্ত্রীর সঙ্গে বি চৌধুরীর এক ঘণ্টা, ৩৮ আসন দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:১৮ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৮, ০০:১৫
ফাইল ছবি

মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচন করতে ৩৮টি আসন দাবি করেছে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে এসব আসনের তালিকা তুলে দিয়েছেন বি চৌধুরী।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে যোগ দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী।

গণভবন সূত্র জানায়, রাত আটটার দিকে মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে নিয়ে গণভবনে যান বি চৌধুরী। পরে রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা শেখ হাসিনার সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি। এ সময় বাইরে ছিলেন আব্দুল মান্নান ও মাহী।

সূত্র আরও জানায়, বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ৩৮টি আসনের একটি তালিকা শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়। তবে দীর্ঘ আলোচনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে এই দুই নেতা আরও আলোচনায় বসতে পারেন বলে জানা গেছে।

এদিকে বি চৌধুরী যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছিলেন তখন বাইরে থাকা আব্দুল মান্নান ও মাহী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন বলে গণভবন সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :