ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১২:৪৬ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৮, ১০:৩৪

রাজধানীর ডেমরা থানার পাইটি এলাকায় কয়েল তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আলমগীর হোসেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আলমগীরের সহকর্মী রফিকুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে মেশিন চালানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আলমগীর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আলমগীর ডেমরার পাইটি এলাকার জাম্বু কয়েল ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। তিনি গাইবান্ধা সদর থানার জাকুয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আলমগীরের মরদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

ঢাকাটাইমস/২১নভেম্বর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :