মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১১:২০ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৮, ১১:১৭

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামি আবুল হোসেন শেখ(৪৬) নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টায় উপজেলার সোনারং দেওয়ান বাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত আবুল হোসন উপজেলা কুন্ডের বাজার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ঘটনায় ১৮টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দীন ঢাকা টাইমসকে জানান, মাদক বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে সোনারং দেওয়ান বাড়ী এলাকায় অভিযানে যায় র‌্যাব-১১। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের একপর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাবের আহত দুই সদস্যকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান আলেপ উদ্দীন।

ঢাকাটাইমস/২১নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :