মৃত তিমির পেটে ৬ কেজি প্লাস্টিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৪:২৫ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৮, ১৪:২৩

পৃথিবীর সাগরগুলো কি পরিমাণ দূষণের শিকার হচ্ছে এই ঘটনা আমাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়ার একটি দ্বীপে একটি মৃত তিমি পাওয়া গেছে। যার পেট থেকে ছয় কেজি ওজনের প্লাস্টিক বর্জ্য বের করা হয়েছে।

বুধবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সুলাওয়েসি প্রদেশের দক্ষিণপূর্বাঞ্চলে কাপোতা দ্বীপের ওয়াকাতবি জাতীয় উদ্যানে ৩১.১৭ ফুট দৈর্ঘ্যের স্পার্ম তিমিটি মৃত অবস্থায় পাওয়া যায়।

উদ্যানের কর্মকর্তারা জানায়, মৃত তিমিটির পেটের ভেতর থেকে ব্যাগ, প্লাস্টিক বোতল, স্যান্ডেল, ১১৫টি প্লাস্টিক কাপ এবং এক হাজার টুকরো দড়ির একটি ব্যাগ পাওয়া গেছে।

সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচার(ডব্লিউডব্লিউএফ) ইন্দোনেশিয়ার সমন্বয়কারী কর্মকর্তা ডুই সুপরাপ্তি বলেন, ‘তিমিটি মারা যাওয়ার কারণ আমরা নিরূপণ করতে পারিনি। তবে যে সত্য উদঘাটিত হয়েছে তা রীতিমতো ভয়াবহ।’

গত জুন মাসে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি ছোট ডানার মৃত পাইলট তিমি পাওয়া যায়। তিমির পেট থেকে প্রায় আট কেজি প্লাস্টিক বর্জ্য বের করা হয়। পশু চিকিৎসকরা ময়না তদন্ত করে ৮০টি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :