ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ১৬:৩৫ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ১৬:৪০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রাশিয়ার প্রার্থীকে পরাজিত করে ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং। খবর বিবিসির।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) দুবাইয়ে ১৯৪টি সদস্য রাষ্ট্রের বার্ষিক সভায় রাশিয়ার আলেক্সান্দার প্রকপচুককে পরাজিত করে আন্তর্জাতিক এ পুলিশ সংস্থার শীর্ষ পদে আসীন হলেন কিম। আগামী দুই বছর ইন্টারপোলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি।

তার প্রতিদ্বন্দ্বী প্রকপচুকের বিরুদ্ধে ইন্টারপোলের রাশিয়া প্রধানের দায়িত্ব পালনের সময় গ্রেপ্তারি পরোয়ানা ‘রেড নোটিসের’ অপব্যবহারের মাধ্যমে পুতিনের সমালোচকদের ‘টার্গেট’ বানানোর অভিযোগ রয়েছে।

মস্কো অবশ্য শুরু থেকেই তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা প্রকপচুকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করে আসছে। ‘রুশ প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যেই এ ধরনের অপপ্রচার’ বলেও দাবি করেছে তারা।

সেপ্টেম্বরে চীন সফরে গিয়ে সেখানকার পুলিশের হাতে আটক হন ইন্টারপোলের তৎকালীন প্রেসিডেন্ট মেং হোংওয়ে। তাকে ঘুষ গ্রহণের দায়ে আটক করার কথা জানায় বেইজিং।

ইন্টারপোল পরে মেংয়ের পদত্যাগপত্র পাওয়ার কথাও জানায়। তার উত্তরসূরী ঠিক করতেই বুধবার দুবাইতে বার্ষিক কংগ্রেস ডাকা হয়।

সেখানেই অপেক্ষাকৃত শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে মেংয়ের মেয়াদকাল শেষের গুরুদায়িত্ব পান মাস দুয়েক ধরে ইন্টারপোলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কাজ চালিয়ে যাওয়া কিম।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এসআই)