ইসিতে ঢালাও অভিযোগ করেনি বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৮, ১৭:৫০

নির্বাচন কমিশনে (ইসি) বিএনপি ঢালাওভাবে কোনো অভিযোগ করেনি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ইসিতে বিএনপি যেসব অভিযোগ করেছে তা সুষ্পষ্ট ও সুনির্দিষ্ট।

বুধবার দুপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার চলাকালে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। বিএনপি ঢালাওভাবে অভিযোগ করছে বলে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে তার জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে আমরা যে অভিযোগ করেছি সেটা নাকি ঢালাও অভিযোগ। আমরা বলতে চাই ঢালাও অভিযোগ বিএনপি করে না। বিএনপি সুস্পষ্ট অভিযোগ করেছে, একেবারে নির্দিষ্ট অভিযোগ করেছে।’

‘আমরা বার বার বলছি নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এটা তাদের সাংবিধানিক দায়িত্ব, এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যার্থ হলে জাতির কাছে জবাবদিহি করতে হবে। আমরা আশা করি এবং বিশ্বাস করি নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করবে। জনগণের আশা আকাঙ্খা পূরণ করতে সক্ষম হবে।’

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে গত তিন দিনে মনোনয়ন প্রার্থী অসংখ্য নেতার সাক্ষাৎকার নিয়েছি। বুধবার ময়মনসিংহ বিভাগের ২৩৩ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এরপর ফরিদপুরের ১৫ আসনের সাক্ষাৎকার নেওয়া হবে। সবশেষে ঢাকা বিভাগের ৭১টি আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে সাক্ষাৎকার নেওয়া শেষ হবে।

তিনি বলেন, আমরা আশাবাদী যারা সাক্ষাৎকার দিয়েছেন সবাই দলের পরিক্ষীত ত্যাগী রাজপথের লড়াকু সৈনিক ।

নির্বাচনকে কেন্দ্র করে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে তা আমাদের জয়লাভে সহযোগিতা করবে। জনগণের যে সারা আমরা দেখতে পাচ্ছি স্রোতের মতো যে ঢল নেমেছে, তাতে নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে দিতে সক্ষম হবো।

ঢাকাটাইমস/২১নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :