বিদেশ নেয়া হচ্ছে না আমজাদ হোসেনকে

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৮, ১৭:৪৬

শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নেওয়া হচ্ছে না দেশের খ্যাতিমান পরিচালক আমজাদ হোসেনকে। ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছে তার ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ হোসেনকে দেখতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, ‘আমজাদ হোসেনের অবস্থার শুরুতে অত্যন্ত শঙ্কাপূর্ণ ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ (বুধবার) অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর এক্ষেত্রে তার চিকিৎসার সব দায়িত্ব সরকার বহন করবে।’

কিন্তু বৃহস্পতিবার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা দেশে রেখেই এই নির্মাতার চিকিৎসার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে দোদুল বলেন, ‘এখনো আমরা বিদেশে নেওয়ার ব্যাপারে অনিশ্চয়তার ভেতরে আছি। আব্বার অবস্থা স্ট্যাবল থাকছে না। প্রতিমুহূর্তে শারীরিক পরিস্থিতি বদলাচ্ছে। এক্ষেত্রে অন্তত তিন ঘণ্টা স্ট্যাবল না থাকলে চিকিৎসকরা বিদেশ পাঠানোর রিস্ক নিতে পারছেনা।’

গত রবিবার সকালে নিজ বাসভবনে আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সকাল সাড়ে ১০টার দিকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। আজ (বুধবার) সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও আমজাদ হোসেনকে বিকালে দেখতে এসেছিলেন সুচন্দা, ববিতা ও চম্পা।

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :