ঈশ্বরদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৮, ১৯:১০
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি নবজাতক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

স্বজনরা জানান, উপজেলার বহরপুর গ্রামের রাশেদ প্রামানিকের স্ত্রী রোজিনা খাতুনের বুধবার রাতে হাসপাতালে একটি মেয়ে শিশু হয়। বাচ্চা স্বাভাবিক হওয়ায় রাতেই তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান।

বৃহস্পতিবার সকালে প্রসূতি মা অসুস্থ্য হয়ে পড়লে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে নবজাতকের জন্য দুধ কিনতে স্বজনরা বাইরে যান। সেই সুযোগে বোরকা পরা এক নারী কান্না থামানোর নাম করে শিশুটিকে কোলে করে পালিয়ে যান। তারপর থেকে নবজাতককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, ‘লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে নবজাতকের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

ঢাকা টাইমস/২২ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :