নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি শাহজাহান, সম্পাদক তারেক

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৮, ২৩:২৯

নরসিংদী জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন তারেক মোহাম্মদ লুৎফর রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে রাত ৯ টায় এ ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে শাহজাহান মিয়া পান ২১৫ ভোট। আর ১৯৫ ভোট পান তারেক মোহাম্মদ লুৎফর রহমান।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ফজলুল হক পেয়েছেন ১৬৯ ভোট, সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার আতাউর রহমান পেয়েছেন ১৯১ ভোট।

সমিতির অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মো. আলমগীর হোসেন ১৭১ ভোট, একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কাশেম পেয়েছেন ১৬৪ ভোট, সহ-সম্পাদক মোজাম্মেল হক মোস্তাক পেয়েছেন ২৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুবুর রহমান ১৪৫ ভোট, কোষাধ্যক্ষ পদে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পারভীন আক্তার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বশির উদ্দিন পেয়েছেন ১৩৬ ভোট, সহসম্পাদক (লাইব্রেরি) পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হন সালাহউদ্দিন খন্দকার সোহেল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর মোহাম্মদ খান স্মরণ পেয়েছেন ১৪৮ ভোট, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবদুল আজিজ মিয়া ২২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ মোহাম্মদ নুরুল্লাহ পেয়েছেন ১৫৮ ভোট।

এছাড়া সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আয়েশা আক্তার চম্পা, সবিতা রায়, মাসুদ মিয়া, শেখ শাকিল।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা আইনজীবি সমিতির ২০১৯ নির্বাচনে মোট ১১ জন নির্বাচিত হয়। যার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯ জন প্রার্থী। এরমধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৩৯৬ টি। এর মধ্যে ৩৯২টি ভোট জমা পড়ে। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক পিপি আবদুল হান্নান ভূঁইয়া।

ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :