বাউল শাহ করিমের স্মরণে জাদুঘর উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৮, ২২:৪৮

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলের নিজ বাড়িতে বাউল সম্রাট শাহ আব্দুল করিম জাদুঘরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় এর উদ্বোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খালীকুজ্জামান।

পিকেএসএফের ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ-টিএমএসএস এর অর্থায়নে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। টিএমএসএস এর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম।

এ সময় বক্তারা বলেন, শাহ আব্দুল দেশ-বিদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব্য। তিনি এই বাংলাদেশের গৌবর। তিনি এই হাওর এলাকার সাধারণ মানুষের মনের কথা গানের মাধ্যমে প্রকাশ করেছেন। তার গানে প্রেম, বিরহ ও প্রতিবাদ প্রকাশিত হয়েছে।

‘তিনি নেই কিন্তু তার গানগুলো সবার মাঝে বেঁচে থাকবে সব সময়। তার গান ও থাকে স্মরন করার জন্য এই যাদুঘর নির্মাণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :