সহকর্মীর ইটের আঘাতে রাজমিস্ত্রীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৮, ০৯:২৯

সুনামগঞ্জের দিরাইয় উপজেলায় সহকর্মীর ছোড়া ইটের আঘাতে মারুফ আহমদ নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টায় পৌরসভার ভরারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারুফ পূর্ব সুলতানপুর আবাসিক এলাকার নুরুল ইসলামের ছেলে।

ঠিকাদার নুরু মিয়া জানান, ‘গত এক মাস ধরে ভরারগাঁও গ্রামের খালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতাধীন ব্রিজের নির্মাণ কাজ চলছে। মারুফ এখানে কাজ করতেন। শনিবার রাতে জনি নামে আরেক শ্রমিকের তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনি মারুফের মাথায় ইট ছুড়ে মারলে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

ঢাকা টাইমস/২৫ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :